আমিনুল হাসান, (খুলনা জেলা প্রতিনিধি) ->>
পরকীয়ার হাতে দরে সাজানো সংসার ভেঙ্গে দিয়ে চলে যায়, মোহাম্মদ এবাদত শিকদার পিতা- মোঃ মোতালেব শিকদার মাতা- মোসাম্মৎ রাজিয়া বেগম গ্রাম- ডাকু আরচর রঘুনাথপুর থানা- নাজিরপুর জেলা- পিরোজপুর অভিযোগ করেন আমার গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলে আমার অনুপস্থিতে আমার স্ত্রীর সাথে পরকীয়া আসক্ত হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেয় পরে আমার স্ত্রী বুঝতে পারল সে তার পরকীয়া স্বামী হাত দরে বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় তারপর সে আমার স্ত্রীকে এক গোপন জায়গায় ডেকে তাকে মারধর করে এবং তাকে খুনের হুমকি দেয় তারপর তাকে বলে তুই যদি আমাকে বিয়ে না করিস তোর স্বামীকে আমি খুন করবো এবং তোর স্বামীর পরিবারের উপরে অত্যাচার করবো এমন অনেক কুপ্রস্তাব দেয় তারপর ভয়ে ভয়ে আমার স্ত্রী তাকে বিয়ে করতে রাজি হয় এবং আমার স্ত্রীকে বলে তার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য বলে তারপর আমার স্ত্রী বাধ্য হয়ে আমার বাড়ি থেকে 1 লক্ষ টাকা এবং গলার চেন আর কানের দুল নিয়ে তার বাড়িতে চলে যায় এবং আমাকে কোনরকম ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করে তারপর আমি মোঃ হাফিজুল ইসলাম পিতাঃ মোঃ মুক্তার খান মাতা মোসাম্মৎ জাহানারা বেগম গ্রামঃ ডাকু আরচর রঘুনাথপুর থানা নাজিরপুর জেলা পিরোজপুর তাকে আমি ফোন করে আমার স্ত্রীর কথা জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে আর আমার পরিবারকে খুনের হুমকি দেয় এমত অবস্থায় বিপদে পড়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি
আপনার মতামত লিখুন :