ArabicBengaliEnglishHindi

পরিত্যক্ত অবস্থায় শেরপুর জেলার অফিসার স্টাফ কোয়ার্টার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২২, ২:১৫ অপরাহ্ন / ১১১
পরিত্যক্ত অবস্থায় শেরপুর জেলার অফিসার স্টাফ কোয়ার্টার

মোঃ কায়সার রশীদ,শেরপুর জেলা প্রতিনিধি ->>
শেরপুর জেলা হওয়ার পর জেলার কর্মকর্তাদের আবাসিক এর জন্য সরকার কর্তৃক নির্মিত কোটি কোটি টাকার ভবন অফিসার স্টাফ কোয়ার্টার এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সময়ে জেলার দায়রা জজ আদালতের বিচারকগন, জেলা পুলিশের কর্মকর্তা এ. এস. পি, নির্বাহী মেজিস্টেটগন সহ জেলার কর্মকর্তা সহ জেলাপযায়ের কর্মকর্তাগন বসবাস করতেন। হঠাৎ করেই বসবাসের অযোগ্য হয়েছে ।

কাছেই জেলা পরিষদ ভবন, জেলা সার্কিট হাউস, অফিসার স্টাফ কোয়ার্টার (এখন পরিত্যক্ত অবস্থায়) জেলা এলজিইডি ভবন ও জেলা সড়ক ও জনপথ বিভাগের অফিস ।অফিসার স্টাফ কোয়ার্টারে বসবাসরত অবস্থায় এলাকায় সুন্দর পরিবেশ বিরাজ করতো। এখন পরিত্যক্ত অবস্থায় ভুতুরে পরিবেশ বিরাজ করছে।

জেলা এলজিইডি ভবন, জেলা সড়ক ও জনপথ বিভাগের অফিস। সামান্য কিছু কাজ করতে পারলে জেলার কর্মকর্তাদের আবাসিক এর সুন্দর পরিবেশ হতো। দরজা, জানালা, রং এবং পরিস্কার করলেই সেই আগেরমত বসবাস করা যাবে বলে শেরপুর জেলাবাসী মনে করেন ।সেইহেতু শেরপুর জেলার সচেতনমহল সরকারের উর্ধ্বতন মহলের সূদৃষ্টি কামনা করছেন।

এ বিষয়ে, শেরপুর জেলার সচেতনমহল সরকারের উর্ধ্বতন মহলের সূদৃষ্টি কামনা করছেন ।