ArabicBengaliEnglishHindi

পরিবার পরিকল্পনা ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’পেলেন এম আর রাজু


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ২:১৯ অপরাহ্ন / ৪৭
পরিবার পরিকল্পনা ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’পেলেন এম আর রাজু

নীলফামারী জেলা প্রতিনিধি ->>
স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ পেলেন দ্য ডেইলী সান এর নীলফামারী জেলা প্রতিনিধি এম.আর.চৌধুরী রাজু৷

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাকে এই পুরষ্কারে ভুষিত অরা হয়। রাজুসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সর্বমোট ৭ জন সংবাদকর্মীকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে আইইএম ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- ঢাকা পোস্টের তানভীরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, সময় টেলিভিশনের মীর নাসির উদ্দিন উজ্জ্বল, এটিএন বাংলার মো. শারফুল আলম ও দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহজাহান।