ArabicBengaliEnglishHindi

পাইকগাছায় ১শ টাকার জন্য চা বিক্রেতা ছুরিকাঘাতে জখম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ১০:৫৪ অপরাহ্ন / ৩৩৩
পাইকগাছায় ১শ টাকার জন্য চা বিক্রেতা ছুরিকাঘাতে জখম

খুলনা প্রতিনিধি ->>
খুলনার পাইকগাছায় ১শ টাকার জন্য চা বিক্রিতা মন্টু (৪০)কে ছুরিকাঘাতে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কানাখালীতে এ ঘটনা ঘটেছে।

আহত মন্টু উত্তর আমিরপুরের মজিদ সানার ছেলে। চিকিৎসাধীন আহত মন্টু জানান, বগুড়ার চক বাজরে আমার চায়ের দোকান রয়েছে।

সমিতির কিস্তির টাকার প্রয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কানাখালীর জাহাঙ্গীরের ছেলে সম্রাটের বাড়িতে যাই চা খাওয়ার ১শত পাওনা টাকার জন্য।

কিন্তু সম্রাট টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে আমি মোটরসাইকেলে চলে আসার মুহুর্তেই সম্রাট পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে আহত করেন।

এ ঘটনার পর স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে থানা ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।