ArabicBengaliEnglishHindi

পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক


প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ২:২৬ অপরাহ্ন / ৮৯
পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক

আকতারু জামান(চিরিরবন্দর প্রতিনিধি) ->>
পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক।দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় মাঠে পাকা বোরো ধান পানির সাথে শুয়ে পড়েছে।

অথচ ৭থেকে ৮হাজার টাকা বিঘাতেও মিলছে না ধান কাটার শ্রমিক। চাহিদা বেশি থাকায় হারভেস্টার মেশিনও অমিল। সরকারি ভূর্তীকির হারভেস্টার মেশিন চড়া দামে ধান কাটছে।তাই ধান তোলা নিয়ে শঙ্কায় দিন কাটছে চিরিরবন্দরের কৃষকদের।

বোরো মৌসুমের ধান কাটার শ্রমিক সংকট প্রতি বছরই তীব্রতর হচ্ছে। আর সংকটের কারণে বাড়ছে মজুরিও। গত পাঁচ বছরে ধান কাটা শ্রমিকের মজুরি প্রায় দ্বিগুণ হয়েছে। বেশি মজুরিতে এসব শ্রমিক নিয়ে পরে লোকসানে পড়ছে কৃষক।

চলতি মৌসুমে বোরোর আবাদও ভালো হয়েছে। কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বৃহস্পতি বারথেকে বৃষ্টিও শুরু হয়েছে। তাই পাকা ধান জমিতে নষ্ট হওয়ার শঙ্কায় দিন পার করছেন কৃষক।