ArabicBengaliEnglishHindi

পাখির নীড়ে ফেরা হয়নি -মনিরুজ্জামান প্রমউখ


প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ১:০৭ অপরাহ্ন / ৫৯
পাখির নীড়ে ফেরা হয়নি -মনিরুজ্জামান প্রমউখ

পাখির নীড়ে ফেরা হয়নি
-মনিরুজ্জামান প্রমউখ
———————
পাখির নীড়ে ফেরা হয়নি আর
সুনীলের কেউ কথা রাখেনির মতো
কত পলাশ পৌষ কাল পিছিয়ে পরেছে
ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টায়নি কেউ কোনোদিন আর।

জীবরান স্বপ্নের সৌহর্দি শহরে পা রেখেছিলো
ডানার অবাধ মাদকতা তার ভাগ্যলিপির ভর বয়নি
টুইন টাওয়ারের ধ্বংস যজ্ঞে নীড়ে ফেরা হয়নি তার।

ছয়টি চোখের আলোর প্রহরে মেলেনি তার দেহাবশেষ
কতগুলো বছর প্রহর পলভরে কান্নার রোলে জমা ইতিহাস
নীড়ে ফেরার ভরসায় তবু পাখিরা ছাড়েনি পালকের পরবাস
ভাগ্যের বর্বর অসহযোগে উড়তি হাওয়ায় দিলবিয়োগ করে কে আর?