ArabicBengaliEnglishHindi

পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বৈধতার চ্যালেঞ্জে হাইকোর্টের দুই সপ্তাহের রুল জারী


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ২:৩৬ অপরাহ্ন / ৪১৪
পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বৈধতার চ্যালেঞ্জে হাইকোর্টের দুই সপ্তাহের রুল জারী

কোর্ট প্রতিবেদক ->>

পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মওদুদ উর রশিদ এর চাকরির বয়সীমা শেষ হওয়া সত্বেও কোন এক অজানা ক্ষমতায় সে এখনো বহাল তবিয়তে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে।

তার এই নিয়োগের বৈধতার চ্যালেঞ্জ করে জনসার্থে পিডিবিএফ এর প্রাক্তন এক কর্মী মহামান্য হাইকোর্টে একটি রিট করেন, যার পরিপেক্ষিতে মহামান্য হাইকোর্টে গত ২১/১১/২০২২ ইং তারিখ দুই সপ্তাহের জন্য রুল জারী করে।

উল্লেখ তিনি এমডি নিয়োগের প্রবিধমালা লংঘন করে ২৪/০৮/২০২২ তারিখে ৬২ বছর পুর্ন হওয়ার সত্ত্বেও অবৈধ ভাবে দায়িত্ব পালন করে আসছেন।