পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ৯:৫৯ অপরাহ্ন /
৫২৪
নিজস্ব প্রতিনিধি ->>
যশোরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৩ বছর ৮ মাস বয়সী শিশু ‘মাহির’ মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া হঠাৎ পাড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াদাহ গ্রামের মুনসুর সরদারের ছেলে।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন জানান ৪ বছর মত বয়স শিশু মাহির আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। আমাদের বাসা চৌগাছা সিটে, আর ওরা মহেশপুর, তবে পাশাপাশি একই জাইগা।
শিশুটির নানা আলম সরদার বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্পে থাকি। তিন দিন আগে নাতি মাহির আমাদের বাড়িতে বেড়াতে আসে। মাহির কখন খেলা করতে বাসার সামনে পুকুরে ডুবে গেছে কেউ বুঝতেই পারিনি। সকাল ১১টা থেকে মাহিরকে না দেখে খোঁজাখুজি করি। বেলা ২টার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখবর লেখা পর্যন্ত জানা গেছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :