ArabicBengaliEnglishHindi

পুত্র সন্তানের মা হলেন কাজল


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন / ৬৫
পুত্র সন্তানের মা হলেন কাজল

বিনোদন ডেষ্ক ->>

দক্ষিণের অভিনেত্রী কাজল আগারওয়াল। চলতি বছরের জানুয়ারির প্রথমদিনে কাজলের স্বামী জানান মা হতে চলেছেন নায়িকা। হরহামেশাই গর্ভাবস্থা নিয়ে তার ভক্তদের আপডেট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রথমবারের মতো মা হলেন এ অভিনেত্রী। মঙ্গলবার (১৯ এপ্রিল) তার কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। মা ও সন্তান দুজনেই ভালো আছেন। অভিনেত্রীর বোন নিশা আগারওয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমন তথ্য জানিয়েছেন। সংবাদ প্রকাশের পর থেকে শুভেচ্ছায় ভাসছেন কাজল ও গৌতম।

করোনা আবহের মাঝে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর স্বল্প আয়োজনে বিয়ের পর্ব সারেন। দিন কয়েক আগেই কাজল তার স্বামী গৌতম কিচলুর জন্য একটি ধন্যবাদ নোট লিখেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিচলু যেভাবে অভিনেত্রীকে আগলে রেখেছিলেন তাতে খুব খুশি অভিনেত্রী।

লাস্যময়ী এ অভিনেত্রীকে খুব শিগগিরই চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে। সব ঠিক থাকলে চলতি মাসের ২৯ এপ্রিল পেক্ষাগৃহে আসবে এই সিনেমা।