স্টাফ রিপোর্টার ->>
মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নে গতকাল গৃহবধূর নিজ ঘর থেকে লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহজনকভাবে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ হেফাযতে থাকা অবস্থায় লেবু নামের ১ জন আত্মহত্যা করেছে বলে জানা যায়।
এ ঘটনা পরিবার দাবি করেন,সে আত্মহত্যা করেনি।পুলিশের বর্বর নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে।
পুলিশের বর্বর নির্যাতনে ঐ ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ হতে পুলিশের বিচারের দাবিতে বাঁশতৈল বাজারের গোড়াই টু সখিপুরে রোডে চলছে আন্দোলন।
আপনার মতামত লিখুন :