রিফাত রাহুল খাঁন ->>
চলতি বছরের মার্চে অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘শত্রু’র কাজ শুরু করেছিলেন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী।
এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। সিনেমাটির প্রথম লটের টানা শুটিং হলেও মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল।
অবশেষে সুমন ধর পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, গেল দুদিন থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী। ছবিটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
এ চরিত্রটি করতে গিয়ে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন নায়ক।
এ বিষয়ে বাপ্পী চৌধুরী দৈনিক জনতার বাংলা কে বলেন, ‘অনেক আগে থেকে ইচ্ছা ছিল পুলিশের চরিত্রে কাজ করা। সেই চরিত্রে এবার কাজ করার সুযোগ হয়েছে।
দর্শকরা আমাকে পুলিশের চরিত্রে দেখতে পাবেন। অ্যাকশন, রোমান্স, ড্রামা সবই থাকছে এ সিনেমায়।
এদিকে বাপ্পীর ‘জয় বাংলা’, ‘কুস্তিগিরি’, ‘যন্ত্রণা’সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। সবশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি পেয়েছিল তার।
আপনার মতামত লিখুন :