এম সরওয়ার কামাল খন্দকার চট্টগ্রাম ব্যুরো (দক্ষিণ) ->>
কক্সবাজারের পেকুয়ায় দ্রুত গতির একটি পাজেরো গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির ভিতরে থাকা এক নারী নিহত শিশুসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১২ মে) বেলা ১১টার দিকে সদর ইউপির আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারী কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের কিরন পাড়া এলাকার ভুতিজা বেগম (৬০) বলে জানা গেছে।
তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী দোকানদার সরওয়ার জানান, পেকুয়ার মগনামা হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি সিএনজি। বিপরিত দিক থেকে দ্রুত গতির একটি পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি গাড়িটিকে ধাক্কা দেন। ওই সময় সিএনজির ভিতরে থাকা যাত্রীগুলো হতাহত হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার এই ঘটনার পর গাড়ি দুইটি জব্দ করেছে বলে জানান।
আপনার মতামত লিখুন :