ArabicBengaliEnglishHindi

প্রকাশ্যে ভোট দিতে হবে, হুমকি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের: জেলা প্রশাসকের কাছে অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৫:১৯ অপরাহ্ন / ৩০৫
প্রকাশ্যে ভোট দিতে হবে, হুমকি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের: জেলা প্রশাসকের কাছে অভিযোগ

রাজশাহী প্রতিনিধি ->>
আগামী ১৭ ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে রাজশাহী চারঘাট এলাকায় উত্তেজনা বিরাট করছে।

এ ব্যাপারে আজ ১০ অক্টোবর জেলা প্রশাসক পুলিশ সুপার রাজশাহীর কাছে অভিযোগ করেছেন আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন।

অভিযোগ সূত্রে জানা গেছে চারঘাট উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী জনাব আলী তালা মার্কায় তাদের সামনেই ভোট দিতে হবে। এমন ঘোষণায় ভোটাররা ভীত হয়ে পড়েছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে চারঘাট উপজেলার সকল শিক্ষক ও অফিসারদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কথা মত কাজ করতে হবে।

এদিকে ৮ নং সাধারণ সদস্য প্রার্থী ঘুড়ি মার্কা আলহাজ্ব মোঃ শফিউল আলম রতন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি প্রশাসনের সকল মহলের কাছে অভিযোগ করেছি।

আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা সঠিক তথ্য তুলে ধরুন। এই ব্যাপারে রতনের দেওয়া খবর ২৪ ঘন্টার কাছে সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হলো।

এ বিষয়ে খবর ২৪ ঘণ্টাকে চারঘাট উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম বলেন, শফিউল আলম রতন যা বলেছে সব ভিত্তিহীন বানোয়াট।

আমি কারো পক্ষে কাজ করতেই পারি। কিন্তু রতন যে অভিযোগ করছেন তার কোন ভিত্তি নেই। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র।

শফিউল আলম রতন চারঘাট ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।