ArabicBengaliEnglishHindi

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন শ্রীনগরে ভূমিহীন পরিবার


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২২, ৮:৩০ অপরাহ্ন / ২৪১
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন শ্রীনগরে ভূমিহীন পরিবার

শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি ->>

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন শ্রীনগরে ভূমিহীন পরিবার “আশ্রয়ণ অধিকার শেখ হাসিনা উপহার” এই শ্লোগানে বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সাড়া দেশের নেয় সকল ভূমিহীন ও গৃহহীন কে ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ৩য় পর্যায়ে শ্রীনগর, রাড়িখাল ও তন্তর ইউনিয়নে ৭টি গৃহের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিটি গৃহহীন কে ২শতাংশ জমির উপরে দ্বিকক্ষ বিশিষ্ট ১টি রান্নাঘর ও টয়লেট এবং সামনে বারান্দাসহ ২৬ এপ্রিল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিবেন।

২৪ ই এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১ শ্রীনগর উপজেলা হলরুমে সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজীব আহমেদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুল রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমান, উপজেলা টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ।

আরোও উপস্থিত ছিলেন রাড়িখাল ইউনিয়ন চেয়ারম্যান বারেক খান বারী, শ্রীনগ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন খান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিক বৃন্দ।