ArabicBengaliEnglishHindi

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনে নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সিলেট সার্কিট হাউস


প্রকাশের সময় : জুন ২১, ২০২২, ১:১৮ অপরাহ্ন / ৭০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমনে নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সিলেট সার্কিট হাউস

সিলেট অফিস ->>
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকাপ্টারযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। এর আগে মঙ্গলবার (২১জুন) সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে রওনা দেন সরকার প্রধান।

হেলিকপ্টার থেকে লো-ফ্লাই মুডে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

ওসমানী বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সিলেটের সার্কিট হাউসে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিভাগীয় ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্যাদুর্গত এলাকা নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

সরজমিন ঘুরে দেখা যায়, পুরো সার্কিট হাউস আইন শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন সংস্থা কঠোর নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করছেন। চার দিকে বিচুক্ষণ চোখে পর্যবেক্ষণ করছেন। মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, ডিবি, এনএসআই সহ বিভিন্ন সংস্থার সদস্যরা।