ArabicBengaliEnglishHindi

প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাসের “শেষকৃত্য” সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন সাংবাদিক নিরেন দাস


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২২, ৮:৪০ অপরাহ্ন / ১৩৩
প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাসের “শেষকৃত্য” সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন সাংবাদিক নিরেন দাস

নিজস্ব প্রতিবেদক ->>

জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মহাসচিব,বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্রীয় কমিটি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাসের পিতা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জয়পুরহাট বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা,জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি সাংবাদিক এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস গত বুধবার (২৯ জুন) ৪ টা ৪০ মিনিটে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নিরেন দাসের পিতা প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস।

সনাতন ধর্ম অননুসারে সকল নিয়মনীতি মেনে আজ তাঁহার শেষকৃত্য হওয়ায় নিহত পিতার কোন প্রকার ভুল টুঁটি হয়ে থাকলে তা ক্ষমার চোখে দেখে তাহার পরম আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন তার ছেলে সাংবাদিক নিরেন দাস।