আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ৮টি স্থানে ওএমএস ডিলারের মাধ্যমে নিন্ম আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রি উদ্বোধন করা হয়েছে।
গতকাল (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের চৌধুরী মোড়ে ওএমএস ডিলার আব্দুস সাত্তারের আড়তে ওএমএস এর চাউল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম,ফুলবাড়ী (ওসি) এল এসডি অনিমেষ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। এবার প্রতি একজন দৈনিক ৩০টাক দরে ৫ কেজি চাউল ক্রয় করতে পারবেন।
আপনার মতামত লিখুন :