ArabicBengaliEnglishHindi

ফুলবাড়ীতে ধর্ম,বর্ণ,জাতি,গোষ্ঠির প্রতিনিধিদের অংশগ্রহনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:০৯ অপরাহ্ন / ৫২
ফুলবাড়ীতে ধর্ম,বর্ণ,জাতি,গোষ্ঠির প্রতিনিধিদের অংশগ্রহনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল আলম,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি ->>
দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজের সকল ধর্ম,বর্ণ,জাতি,গোষ্ঠির প্রতিনিধিদের অংশগ্রহনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অর্ধ(২০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর কমিশনার খন্দকার হাসানুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন।

এময় কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার,ফুলবাড়ী থানার তদন্ত ওসি মোঃ শফিকুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কামরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামন,এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,আলাদিপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাকের বাবুলসহ দৈনিক জনতার বাংলা ও দৈনিক স্বাধীন বার্তা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম এবং দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ ও দৈনিক তালাশ টাইম এর প্রতিনিধি মোঃ মোরসালিন ইসলাম সহ স্থানীয় সাংবাদিক,শিক্ষক প্রতিনিধিগন প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনায় ঐক্যবদ্ধ ভাবে সমাজিক সম্প্রীতি বজায় রেখে সুশীল সমাজ গড়ে তোলার এবং দৈনন্দিন জীবন যাপন কে আরো সহজ করতে ধর্মবর্ণ নির্বিশেষে বসবাস করার উপরে জোর দেন বক্তারা।