দিনাজপুর প্রতিনিধি ->>
দিনাজপুরের ফুলবাড়ীতে নেসকো কোম্পানীর বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় জনগণ চরম ভোগান্তিতে। ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী (নেসকো) এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই।
গত কয়েকদিন ধরে কোন রকম অযুহাত ছাড়াই ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী নেসকো কোম্পানী ইচ্ছামত লোডশেডিং দিয়ে যাচ্ছে। এতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা চরম বিদ্যুতের ভোগান্তিতে পড়ছে। সরকার বিদ্যুতের উন্নয়ন করলেও এবং ফুলবাড়ীতে বিদ্যুতের উন্নয়ন ঘটলেও বিদ্যুৎ নিয়ে চলছে কর্তৃপক্ষের ভেলকিবাজি। গতকাল রবিবার দিবাগত রাত্রিতে প্রায় ৮-১০ বার বিদ্যুৎ চলে যায়।
রাত্রিতে মোবাইল ফোনে যোগাযোগ করলে আবাসিক প্রকৌশলীর বিদ্যুৎ নাম্বারটি বন্ধ থাকে। গতকাল রবিবার সকাল থেকে প্রায় ১০ বার বিদ্যুৎ লোডশেডিং দেওয়া হয়। থেমে থেমে বিদ্যুৎ আসে আবার চলে যায়। এতে ফুলবাড়ী পৌর শহর ও আশপাশের এলাকায় কোন বিদ্যুৎ ছিল না। এতে শিল্প কলকারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী (নেসকো) এর প্রকৌশলী উজ্জল এর সাথে কথা বললে তিনি জানান, রাত্রে আমাকে কেউ জানায়নি। তবে আজকে রবিবার ৩৩ কেভি লাইনের উপর গাছ কাটতে গিয়ে গাছের ডাল পড়ে গেলে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
প্রতিদিন এই একই অবস্থা বিরাজ করছে। এদিকে ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে কাউকে অফিসে পাওয়া যায়না। ভাড়াটিয়া লোকদ্বারা কাজ করতে হচ্ছে সাধারণ জনগণকে। অদক্ষ্য জনবল ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ অফিসে থাকার কারণে তারা সঠিকভাবে বিদ্যুতের লাইনের কাজগুলি করছেনা। এতে ফুলবাড়ীবাসি চরম হয়রানিতে পড়ছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগে উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত স্বাপেক্ষে বিদ্যুৎ অফিসে অদক্ষ্য জনবলের বদলীর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :