ArabicBengaliEnglishHindi

ফুলবাড়ীতে বিনামূল্যে রক্ত দান সংগঠন ‘‘রক্তিম ভালোবাসা ফাউন্ডেশনের’’ আনুষ্ঠানিক যাত্রা শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন / ৮২
ফুলবাড়ীতে বিনামূল্যে রক্ত দান সংগঠন ‘‘রক্তিম ভালোবাসা ফাউন্ডেশনের’’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে রক্তদান সেচ্ছাসেবী সংগঠন ‘‘রক্তিম ভালোবাসা ফাউন্ডেশন’’ এর আনুষ্ঠানিক শুভো উদ্বোধন করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার ফুলকুঁড়ি কিন্ডার গার্ডেন স্কুলে ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শরিফা আক্তার লাকির সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রক্তিম ভালোবাসা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুভো উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।

এসময় রক্তিম ভালোবাসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দন কুমার রায়,আহবায়ক বন্যা রায়,সদস্য সচিব ডাঃ ইভানা রহমান,উপদেষ্টা দিপংকর কুমার রায়,উপদেষ্ঠা মোঃ শামীম হোসেন(মেম্বার)সহ সংগঠনের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনার পরে রক্তিম ভালোবাসা ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যাবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।

রক্তিম ফাউন্ডেশনের আহবায়ক চন্দন কুমার রায় বলেন, আমরা বিগত ২০২০ইং সাল থেকে দিনাজপুর জেলার যেকোন স্থানে বিনামূল্যে রক্ত দিয়ে আসছি। আমরা এপর্যন্ত ১ হাজারের বেশি রোগীদের বিনামূল্যে রক্ত দান করেছি। আজ আনুষ্ঠানিক ভাবে আমাদের সংগঠনের যাত্রা শুরু করা হলো। আমরা রক্ত দানের পাশাপাশি সামাজিক সব ধরনে সেবামূলক কাজ হাতে নিয়ে মানুষের পাশে দাড়াতে চাই।