ArabicBengaliEnglishHindi

ফুলবাড়ীতে শফিকুল ইসলাম বাবু জেলা পরিষদ সদস্য নির্বাচিত


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২২, ১০:৫০ অপরাহ্ন / ৩৫৩
ফুলবাড়ীতে শফিকুল ইসলাম বাবু জেলা পরিষদ সদস্য নির্বাচিত

আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৭জন ভোটারদের ভোটধিকার প্রয়োগের মধ ̈দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ বিকেল ৩টায় ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। ফলাফলে চেয়ারম ̈ান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীক ৭১টি ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদন্দি মোঃ ক্সতয়ব উদ্দিন চৌধুরী মটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩১টি,সাবেক জেলা পরিষদ চেয়ারম ̈ান আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন ০৫ ভোট।

উপজেলার সকল নির্বাচিত প্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের দিনাজপুর ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাবু তালা প্রতীক নিয়ে ৭১টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস ̈ হিসাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি মোঃ আবু শহীদ ক্সবদ ̈তিক পাখা প্রতীক নিয়ে ৩৪টি ভোট পান।

দিনাজপুর জেলা পরিষদ ফুলবাড়ী-পার্বতীপুর ৯ ও ১০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা সদস ̈ পদে মোছাঃ হাসিনা পারভীন ফুটবল প্রতীক নিয়ে ৮১টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস ̈ নির্বাচিত হয়েছে। তার নিকটতম একমাত্র প্রতিদন্দি মোছাঃ লতিফা বেগম হরিণ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৬টি।