আশরাফুল আলম। ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
‘‘আনন্দ নিয়ে পড়ব,সন্দর ভবিষ্যত গড়ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উদ্যোগে উপজেলা পার্যায়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীনা দিবস পালন করা হয়েছে।
“মীনা দিবস “উপলক্ষে অধ` (শনিবার )২৪,০৯,২০২২ ইং সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান,চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :