আশরাফুল আলম,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এর ফুলবাড়ী উপজেলায় স্কাউট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্কাউট শিক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী গোলাম মোস্তাফা(জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হারুন-উর-রশীদ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উদযাপন উপলক্ষে ক্রেস্ট ও সদন বিতরণ অনুষ্ঠানে স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে মোঃ হারুন-উর-রশীদ এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি,।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউ রহমান মিল্টন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসরার উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল প্রমূখ।
উল্লেখ্য,বিগত ১৮ মেয় ২০২২ইং তারিখে ফুলবাড়ী উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি ২০২২-এর সভাপতি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিা অফিসার, একাডেমিক সুপারভাইজার ও নির্বাচকমন্ডলীর ১২টি ক্যাটাগরিতে মূল্যায়নের ভিত্তিতে জাতীয় শিা সপ্তাহ ২০২২-এর মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট শিক হিসেবে ফুলবাড়ী গোলাম মোস্তাফা(জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হারুন-উর-রশীদকে নির্বাচন করা হয়।
আপনার মতামত লিখুন :