শোবিজ ডেস্ক ->>
দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম আইকন মারিয়া কিস্পট্রা ।
এরইমধ্যে এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পেরিয়ে একুশে পা রেখেছেন। ফ্যাশন ও মডেলিং এজেন্সি নিয়ে কাজ করার পাশাপাশি তিনি উপস্থাপনাতেও নিজের কারিশমা দেখিয়েছেন।
বিশেষ করে পাঁচ বছর আগে জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’ শো উপস্থাপনা করে প্রশংসিত হয়েছিলেন। এরপর বিভিন্ন ব্যস্ততার কারণে আর উপস্থাপনায় দেখা মিলেনি মারিয়ার। তবে চেনা জগতে আবার ফিরেছেন তিনি। ফিরেছেন ক্রিকেট শো নিয়ে।
চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ-২০২২ এর মাধ্যমে ক্রিকেট শোয়ের উপস্থাপনায় ফেরা হলো তার পাঁচ বছর পর। টি স্পোর্টস ও গাজী টিভির ‘বাংলালিংক প্রেজেন্টস মিড ক্রিকেট’ শোটি উপস্থাপনা শুরু করেছেন মারিয়া। তিনি জানান ;
, যখন আমি ‘ক্রিকেট এক্সট্রা’ হোস্ট করি তখন প্রচুর প্রশংসা পেয়েছিলাম। এটা আসলে আমার প্রিয় জায়গায়। একটা কারণে আমি পাঁচ বছর থাকতে পারিনি ক্রিকেট শো উপস্থাপনায়। এখন আবার ফিরলাম।
খুব ভালো লাগছে। আশা করছি এ সিরিজের পরও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এটি ছাড়াও একুশে টিভিতে ‘রূপ লাবন্য’ নামক একটি লাইফস্টাইল ভিত্তিক অনুষ্ঠান প্রচার হচ্ছে মারিয়ার উপস্থাপনায়। এদিকে মারিয়ার ‘জেনেসিস’ নামে একটি মডেল এজেন্সি রয়েছে।
আপনার মতামত লিখুন :