ArabicBengaliEnglishHindi

বকশিগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২২, ৮:৪২ অপরাহ্ন / ২১৯
বকশিগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বকশিগঞ্জ প্রতিনিধি ->>
সারাদেশের ন্যায় জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

গতকাল ১৭ আগস্ট বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও অপপ্রচারের মাধ্যমে দেশব্যাপী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মিছিলটি বকশিগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ করেছে। পরে দলীয় কার্যালয় সম্মূখে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।