ArabicBengaliEnglishHindi

বকশীগঞ্জে ২০টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২২, ৭:২৩ অপরাহ্ন / ৪০৮
বকশীগঞ্জে ২০টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা

জামালপুর জেলা প্রতিনিধি ->>

জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ২০ টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।

অপর দিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যতয় ঘটায় ৮টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রতাপ নন্দি সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।