ArabicBengaliEnglishHindi

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ -মোঃ ইসমাঈল


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন / ৩৩১
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ -মোঃ ইসমাঈল

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
-মোঃ ইসমাঈল

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রতিটি খাটিঁ বাঙ্গালির হৃদয়ে বঙ্গবন্ধু নামটি বহমান।
আমরা বাঙ্গালী জাতি সেই মহান দেশ নায়কের ভক্ত
যেই মুজিব যুদ্ধের সময় দেশের জন্য দিয়েছে তাজা রক্ত।

যার নেতৃত্বে আজ আমরা যুদ্ধ করে হয়েছি স্বাধীন
নাহলে পাকিস্তানিদের কাছে গোলাম হয়ে থাকতাম পরাধীন।
১৯৭১এ যার ভাষনে একত্রিত হয়েছিল লাখ লাখ জনতা
পাকিস্তানিদের কাছ থেকে হতে স্বাধীন আর ফিরে পেতে ক্ষমতা।

যার কারনে পেয়েছি ফিরে লাল সবুজের দেশ
মানচিত্রে যায় যে দেখা আমার সোনার স্বাধীন বাংলাদেশ।
যার কারনে পারিতেছি আজ মাতৃভাষায় বলতে কথা বাংলাতে
নাহলে বলতে হতো মাতৃভাষা ভুলে, ভিনদেশী ভাষা উর্দুতে।

এই স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে বঙ্গবন্ধুর কি যে অবদান
ইতিহাসের পাতায় এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে আছে প্রমান।
এখন আমরা যখন ই শুনি বঙ্গবন্ধুর সেই ভাষন
সকলের ই মনে হয় দেশপ্রেম সৃষ্টির উন্মোচন।

বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, শেখ মুজিববুর রহমান হয় কিন্তু একজনা
তার মতো দেশ নায়ক আর মানিবক লোক আর কভু পাবো না।
বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ই – কেউ হয়না তার পরিপূরক
আল্লাহর কাছে এই প্রার্থনা এই কিংবদন্তি বঙ্গবন্ধু জান্নাত বাসী হোক।