ArabicBengaliEnglishHindi

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ৫:২২ অপরাহ্ন / ৮২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত
শাহ আলম,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি ->>
 সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন হয়েছে।
আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে জন্ম দিন ও জাতীয় শিশু দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমের পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেনও পুলিশ বাহিনী জাতীয় সম্মান প্যারেড প্রদর্শন করেন।    পরে উপজেলা পরিষদের সামনে শিশু সমাবেশ ও আনন্দ র‍্যালি বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পরিষদ চত্বরে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর- জামালগঞ্জ থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা,ওসি আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন,সাংবাদিক আবুল কাশেম সহ কর্মরত,কর্মচারীও রাজনৈতিক ব্যক্তি বর্গ প্রমুখ