ArabicBengaliEnglishHindi

বদলগাছীতে ৩’শ ৪০লিটার চোলাই মদসহ আটক -১


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন / ৬৮
বদলগাছীতে ৩’শ ৪০লিটার চোলাই মদসহ আটক -১

নওগাঁ প্রতিনিধি ->>
নওগাঁর বদলগাছীতে ৩’শ ৪০লিটার চোলাই মদসহ ১জনকে আটক করছে জয়পুরহাটের র‍্যাব-৫, ক্যাম্পের একটি আভিযানিক দল।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে (০৭ আগষ্ট) সকাল ৮টায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেজাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৩’শ ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যাবসায়ী মোঃ আব্দুস সামাদ (৫৭) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামাদ উপজেলার সদর ইউনিয়নের তেজাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।