এস এম নওরোজ হীরা ->>
বরিশাল নগরীর ভাটিখানায় মোহাম্মাদ আলী খানের রেকর্ডীয়পুকুরে জোর মসজিদ কমিটি গতকাল ৮ মার্চ মাছের পোনাঅবমুক্ত করেছেন।
জোর মসজিদ কল্যান ট্রাষ্টের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এ আর মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিসিসির ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ফারুক। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মৃধা। সাধারণ সম্পাদক জাহাংগীর হোসেন।
উপস্থিত ছিলেন জোর মসজিদ কমিটির সভাপতিরুহুল ইসলাম লাভলু। জোর মসজিদ কল্যাণ ট্রাষ্টের প্রধান উপদেষ্টাআবদুল বাছেদ তালুকদার। দৈনিক তারুন্যের বার্তার যুগ্ম সম্পাদক এস এম নওরোজ হীরা, ফরিদ খানের পুত্র সজল খান। সাংবাদিক রিমন ওনয়ন হোসেন। মোনাজাত পরিচালনা করেন জোড় মসজিদের পেশ ইমাম মুফতি বেলাল হোসেন।
৫০ শতাংশের পুকুরটি ১২ জন মালিকগনের কাছ থেকে মসজিদ কল্যান ট্রাষ্ট ২০২০ সালে পুকুরটি লিজ নেয়।গতকাল ১২ জন মালিকের মধ্যে ৭ জন মালিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :