বরিশাল প্রতিনিধি->>
গ্রেফতারের সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিলেন বরিশালে ধর্ষণের অভিযোগে কারাগারে যাওয়া কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।
তাকে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বর থেকে জেলে যাবার সময় সাংবাদিকদের হুঁশিয়ারি দেন কাউন্সিলর কালাম মোল্লা। এসময় কাউন্সিলরের সঙ্গে থাকা সহযোগীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন।
কাউন্সিলর কালাম মোল্লা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সারাজীবন আমি জেলে থাকমু না। বাইরাইয়া (বের হয়ে) দেখমু আপনেগো বিষয়টা। যা করছেন হেয়া (তা) ভালো করেন নাই।
আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে সাংবাদিকদের হামলার বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, অপরাধীর অপরাধের মাত্রা যখন ওভার হয়ে যায় তখন সে কান্ডজ্ঞান হারিয়ে ফেলে।
তেমনটা এখানেও ঘটেছে। কালাম মোল্লার কর্মকাণ্ডে ওই এলাকার লোকজনই অতিষ্ঠ। এরপরও সাংবাদিকদের হুমকি দেওয়াটা তার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে আনা হলে বিচারক পলি আফরোজ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সকাল থেকেই কাউন্সিলর কালাম মোল্লার অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেন। আসামি কালামকে আদালতে আনা-নেওয়ার পুরো সময়টাতেই ছবি তুলতে বাধা দেয় কাউন্সিলের লোকজন।
গতকাল শুক্রবার বিকেলে এয়ারপোর্ট থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী। দুপুরে মামলা হলে, সন্ধ্যায়ই পুলিশ আসামিকে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :