ArabicBengaliEnglishHindi

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “নীল উৎসব”


প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৫:৪৭ অপরাহ্ন / ৫৬
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “নীল উৎসব”

শোবিজ ডেস্ক ->>
বাংলাদেশে প্রথম বারের মতো ফ্যাশন সচেতনদের ভালোবাসার ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ আয়োজন করেছে ‘নীল উৎসব’এর।

নীল হলো স্বপ্নদায়ক, স্রষ্টা, শিল্পী এবং উদ্ভাবকদের রঙ
উৎসব পার্বন উৎযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক সুদীর্ঘ ২৭ বছর ধরে, সেই ধারাবাহিকতায় ১৬ জুন থেকে ঈদুল আযহার আগের রাত পর্যন্ত বিশ্বরঙের সব শোরুমে চলবে ‘নীল উৎসব’। আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নীল উৎসব প্রদর্শনী ও ফ্যাশন শো৷

এ উপলক্ষে শাড়ী, থ্রি-পিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল, সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি এবং গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়।

নীল রঙ আভিজাত্য,শান্তি, একতা, সম্প্রীতির ভাব প্রকাশে ব্যবহৃত হয়
আর পোশাক গুলোতে নীলের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন www.bishworang.website এবং bishworangfanclub ফেইজবুক পেইজে।
বিশ্বরঙ এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান;

আজ যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ শোরুম এ শুভ উদ্বোধন হল বিশ্বরঙ আয়োজিত নীল উৎসব ২০২২ এর।
নীল উৎসব এর সাথে জড়িত বিশ্বরঙ পরিবারের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং উপস্থিত সাংবাদিক বন্ধু এবং মডেল এবং অতিথিবৃন্দ কে জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশ্ব রং এর সকল শোরুমে নীল উৎসব প্রদর্শনী চলছে।
কেনাকাটায় সর্বোচ্চ 30 % ডিসকাউন্ট উপভোগ করুন।
এ অনুষ্ঠানে সাংবাদিক ও অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ছাড়াও আরও উপস্থিত ছিলেন
মার্কেটিং সেলস অফ অপারেশন যমুনা গ্রুপ এবং চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এজি গ্রুপ
ড: মোহাম্মদ আলমগীর আলম ; দেশবরেণ্য ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পাসহ আরও অনেকে।