ArabicBengaliEnglishHindi

বানারীপাড়ায় স্কুল শিক্ষিকার উপর হামলার ঘটনায় সাবেক মেম্বর রিপন বড়াল জেল হাজতে


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ১০:৩৯ অপরাহ্ন / ৩৪১
বানারীপাড়ায় স্কুল শিক্ষিকার উপর হামলার ঘটনায় সাবেক মেম্বর রিপন বড়াল জেল হাজতে

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ->>

বরিশালের বানারীপাড়ায় স্কুল শিক্ষিকার উপর হামলার ঘটনায় এজাহার ভুক্ত আসামী সাবেক মেম্বর রিপন বড়াল ১২ অক্টোবর জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে সহ ২ জনকে জেল হাজতে প্রেরন করেন।

উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্কুল শিক্ষক মিন্টু লাল বড়ালদের সাথে সাবেক ইউপি সদস্য রিপন বড়ালদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ৫ অক্টোবর বিকালে মিন্টু লাল বড়ালের স্ত্রী মধ্য সৈয়দকাঠি সৈয়দকাঠী ১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অসীমা রানী সমদ্দার’র উপর জনতাবদ্ধে হামলা চালায়।

হামলার ঘটনায় অসীমা রানী বাদী হয়ে ৯ অক্টোবর বানারীপাড়া থানায় সাবেক মেম্বর রিপন বড়াল, তাপস চন্দ্র মন্ডল, অশোক বড়াল, লিটন টন্দ্র বড়ালসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে ১৪৩, ৩৪১ ৩২৩,৩২৪,৩২৬,৩০৭, ৩৫৪,৩৭৯, ৫০৬ পেনাল কোডে মামলা দায়ের করে। মামলায় ১২ অক্টোবর বুধবার বিবাদীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত সাবেক মেম্বর রিপন বড়াল, তাপস চন্দ্র মন্ডলকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

অপর দুই আসাসী অশোক বড়াল, লিটন টন্দ্র বড়ালকে জামিনে মুক্তি দেন।