বাবার ভালোবাসা
– সৈয়দুল ইসলাম
জন্ম নিয়ে ধরায় এসে
দেখি বাবার মুখ,
বুকের মাঝে জড়িয়ে ধরে
পায়যে কতোই সুখ।
বাবার জন্যই পেয়েছি আজ
অপরূপ এই ধরা,
আদর স্নেহ ভালোবাসায়
মনটা তাঁরই ভরা।
বাবা আমায় হাঁটতে শেখায়
হাতে ধরে হাত,
কোলে নিয়ে দুই গালেতে
চুমু খায় দিনরাত।
কাঁদতাম যখন চাঁদমামারে
ডাকতো বাবা বেশ,
কপালেতে টিপ দিয়ে যা
ঘুম যে খোকার শেষ।
ফলফলাদি মণ্ডামিঠাই
মুখে দিতো তুলে,
দামি পোশাক দিতো কিনে
কেমনে থাকি ভুলে।
আপনার মতামত লিখুন :