ArabicBengaliEnglishHindi

বাস্থ্যবিধি না মানায় দেওয়ানগঞ্জে ৪ হাজার ৭৮০ টাকা জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২২, ১:১৫ অপরাহ্ন / ৪১৭
বাস্থ্যবিধি না মানায় দেওয়ানগঞ্জে ৪ হাজার ৭৮০ টাকা জরিমানা

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ->>

বিশ্ব মহামারী করোনার প্রাদুর্ভাবের বিস্তার রোধে এবং স্বাস্থ্য বিধি না মেনে চলায় দেওয়ানগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা এক অভিযান পরিচালনা করে ১৪ টি মামলায় ৩০৮০ টাকা জরিমানা করেন।

অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এক অভিযান পরিচালনা করে এক হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেন।

এ সময় দুই কর্মকর্তা করোনার নতুন ভ্যারিয়েন্টের (ওমিক্রন) সংক্রমণ প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেওয়ার ,মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিজেকে সুরক্ষিত রাখতে পরামর্শ দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।