বিনোদন প্রতিকেদক ->>
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস জাগো নিউজকে জানান, সিনেপ্লেক্সের সবগুলো শাখাসহ ২৫টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।
পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন ‘বর্তমান সময়ে যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবে, সেই সব সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। তাছাড়া আশা আছে সামনের সপ্তাহে আরও কয়েকটি সিনেমা হলে মুক্তি দেবো।
তিনি আরও বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামটা একটা ব্র্যান্ড। কিন্তু এটি সিক্যুয়াল নয়। শুধু নামটা নেওয়া হয়েছে। সিনেমার গল্পটা ভিন্ন। আশা করছি সরকারি স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখতে হলে দর্শক আসবে।
প্রথমবারের মতো অভিনয় করছেন বাপ্পী-অপু বিশ্বাস। এছাড়াও এ সিনেমাটিতে আছেন নন্দিত অভিনেতা সাদেক বাচ্চু। আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আছেন ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। এর আবহসংগীত করেছেন ইমন সাহা।
আপনার মতামত লিখুন :