ArabicBengaliEnglishHindi

বিয়ে হয়ে গেলো অভিনেত্রী সারিকার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন / ১৪৩
বিয়ে হয়ে গেলো অভিনেত্রী সারিকার

বিনোদন প্রতিবেদক ->>
টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন বিয়ে করেছেন সম্প্রতি। তার স্বামীর নাম বি আহমেদ রুহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

সারিকার বিশ্বস্ত সূত্র বলছে, গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। নিজের বিয়ের বিষয়টি আলোচনায় আনতে চাচ্ছেন না এ শোবিজ তারকা।

যে কারণে ঘটা করে সবাইকে জানিয়ে বিয়ের আয়োজন সারেননি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজেও কোনো পোস্ট দেননি এ অভিনেত্রী।

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালের ১২ সাত ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। সাত বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসারে ভেঙে যায়।