ArabicBengaliEnglishHindi

বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে বধূ বেশে শিল্পী দিনাত জাহান মুন্নী


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ১০:০৮ অপরাহ্ন / ৭২
বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে বধূ বেশে শিল্পী দিনাত জাহান মুন্নী

রিফাত রাহুল খাঁন ->>
সম্প্রতি ভিন্ন এক সাজে একটি ফটোসেশনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। মাহফুজ কাদরীর পরিকল্পনায় ও পরিচালনায় এবং বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে বধূর সাজে দেখা গেল মুন্নীকে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

প্রথম বারের মতো ব্রাইডাল লুক নিয়ে হাজির হন এই জনপ্রিয় সংগীতশিল্পী। এই ফটোসেশনের মেকওভার করেছেন মেকাপ আর্টিষ্ট মাসুদ রনি, সহযোগী মেকাপ আর্টস্ট ছিলেন তারেক হোসেন।গহনার ডিজাইন করেছেন শারমিন শাম্মী এবং পোশাক স্পন্সর করে নাযাকাত, ফটোগ্রাফিতে ছিলেন জুনায়েদ আহমেদ।

দিনাত জাহান মুন্নীর এই ব্যাতিক্রমধর্মী লুক নিয়ে তরুণ নির্দেশক মাহফুজ কাদরী বলেন, এই ব্রাইডাল ফটোসেশনটি একটি টিম ওয়ার্ক এর প্রতিফলন। মুন্নী আপুর মতো গুনী একজন শিল্পীর সাথে কাজ করতে পেরে আমি অনেক অনন্দিত । সকলকে ধন্যবাদ জানাতে চাই।

বুলবুল টুম্পা বলেন; আমার কোরিওগ্রাফিতে মুন্নী আপু প্রথমবারের মত ব্রাইডাল ফটোসেশন এ অংশ নিয়েছেন। কাজটি বেশ যত্নসহকারে সম্পন্ন হয়েছে। কাজটি করতে পেরে ভীষণ ভালো লাগছে।