ArabicBengaliEnglishHindi

ভক্তের মন রাখতে বিকিনি পরা ছবি দিলেন দিশা


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন / ৮১
ভক্তের মন রাখতে বিকিনি পরা ছবি দিলেন দিশা

বিনোদন ডেস্ক ->>
বলিউড অভিনেত্রী দিশা পাটানি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দেয়ার জন্য পরিচিত।পাটানিকে বিকিনি পরা অবস্থায় দেখেনি, এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। কখনো তা কোনো সিনেমার দৃশ্য কখনো বা অবসর সময়ের ছবি। এইসব ছবি দিয়ে ভক্তদের কাছাকাছি থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’-এমন একটি স্টোরি দিয়েছিলেন দিশা। সেখানে এক ভক্ত তার সেরা বিকিনির ছবি শেয়ার করতে অনুরোধ করেন।

ভক্তের ব্যতিক্রম আবদার বলে কথা। মেটাতে ভুল করলেন না অভিনেত্রী। বিকিনি পরা ছবিই দিলেন, তবে সেটা নিজের নয়। একটি সীলের ছবি! অর্থাৎ বিকিনি পরা একটি সীলের ছবি দিয়েছেন অভিনেত্রী। দিশার এমন ব্যতিক্রম কাণ্ডে হাসির রোল পড়ে গেছে ইন্টারনেটে।

দিশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাধে’ সিনেমায়। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি অভিনয় করেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘এক ভিলেন রিটার্নস’, ‘যোধা’ ও ‘কেটিনা’।