ArabicBengaliEnglishHindi

ভেদরগঞ্জ কোস্ট গার্ডের অভিযানে ৯৫০কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি উদ্ধার


প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ১:০৫ অপরাহ্ন / ২৫৭
ভেদরগঞ্জ কোস্ট গার্ডের অভিযানে ৯৫০কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

সাদ্দাম হোসেন,(ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি) ->>

চাঁদপুর শরীয়তপুর নরসিংহপুর আলুর বাজার ফেরীঘাটে বিষাক্ত জেলি পুশকৃত ৯৫০ কেজি চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ভেদরগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৬জুন) সকাল ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দায়িত্বরত কর্মকর্তা কনটিজেন কমান্ডার মো. সাহেদ এ তথ্য নিশ্চিত করেন। এবং তিনি গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৬) জুন) সকাল আনুমানিক সাড়ে ১১টায় শরীয়তপুরের নসিংহপুর ফেরিঘাটে কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে একটি বাস তল্লাশি করে ৯৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১১ লক্ষ

৪০ হাজার টাকা মাত্র, অভিযানের সময় ওই বাসে জেলিযুক্ত চিংড়ি পরিবহনের সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি

এবং তিনি আরো বলেন জেলিযুক্ত চিংড়ি মাছ গুলো ভেদরগঞ্জের সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন লঞ্চঘাটে ভেদরগঞ্জের মৎস্য প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ও স্থানীয় জনসমক্ষে কেরসিন দিয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ পুরানো হয়। তবে এধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।