সোহানুর রহমান সোহাগ ->>
আজ সিরিজ বোমা হামলার ১৭ বছর। ২০০৫ সালের ১৭ই আগষ্ট এইদিনে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ করা হয়।
তারই ধারাবাহিকতা ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :