ArabicBengaliEnglishHindi

মতলবে আওয়ামীলীগের অফিসে রাতের আধারে আগুন


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২২, ৮:১৫ অপরাহ্ন / ৩০৫
মতলবে আওয়ামীলীগের অফিসে রাতের আধারে আগুন

বিশেষ প্রতিনিধি ->>
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ের ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ এর পার্টি অফিস গত ২৮/০৭/২০২২ইং বৃহস্পতি বার দিবাগত রাত আনুমানিক ২,৩০মিঃআগুনে পুরে ছাই হয়ে যায়।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

পার্টি অফিসে থাকা জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জণনেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি সহ আওয়ামীলীগ ও যুবলীগ এর শীর্ষ নেত্রী বৃন্দের ছবি পুরে যায় চেয়ার টেবিল সহ সব পুরে ছাই হয়ে যায়।

যুবলীগ নেতা শফিকুল ইসলাম (রিপন) সৈয়ালের দামি মটর সাইকেলটিও পত্যখ্য দর্শীর বিবরনে যানা যায় পুরে যাওয়া মালামাল ১২ থেকে ১৫ লক্ষ টাকা মুল্যের সম পরিমান হবে,

এলাকাবাসী যানান ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান স্বতন্ত্র পার্থী সোবহান সরকার (শুভা) সন্ত্রাসী বাহীর রাসেল রাজীব সেন্টু আগুন লাগায়, সরেজমিনে গেলে এলাকার একাধিক লোক জানান সোবহান সরকার শুভা চেয়ারম্যান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে নারী নির্যাতন সহ এমন কোন কাজ নাই যা সে করছে না,

কিছু দিন আগে সোবহান সরকার শুভা চেয়ারম্যান প্রকাশ্যে দিনে ১ ২ ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচিত ইউপি সদস্য নাজনীন সূলতানা (রানী)মেম্বারকে সন্ত্রাসী কায়দায় মেরে হাত ভেংগে দেয় শেষ খবর পাওয়া পর্যন্ত মতলব উত্তর থানায় অভিযোগ দায় করা হয়েছে