ArabicBengaliEnglishHindi

মহানবী (সাঃ) কটুক্তির প্রতিবাদ ও ভারতের উগ্র হিন্দুবাদী বিজেপি নেতাদের বিচারের দাবি


প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৭:১৫ অপরাহ্ন / ৯১
মহানবী (সাঃ) কটুক্তির প্রতিবাদ ও ভারতের উগ্র হিন্দুবাদী বিজেপি নেতাদের বিচারের দাবি

মোঃ সবুজ খান ->>

টাংগাইল মির্জাপুর উপজেলা মসদই গ্রামে মহানবী হজরত মুহাম্মদ ( সাঃ)নিয়ে ভারতের উগ্র হিন্দু সম্প্রদায়ের নেতাদের কটুক্তি এবং ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্রের বিচার ও রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে অনুষ্ঠিত হয়েছে।আজ মির্জাপুর উপজেলার মসদই বায়তুল আমান জামে মসজিদ থেকে জুম্মা নামাজের পরে সকল ধর্ম প্রাণ একটি মিছিল বের করেন।

মিছিল শেষে মসদই মসজিদের সামনে প্রতিবাদ সভা করে বক্তব্য রাখেন। বক্তৃতারা বলেন ইসলামের বিরোধী কথা হজরত মুহাম্মদ (সাঃ) কে যারা কটুক্তি কথা বলেছেন তার তারাতাড়ি বিচার করার দাবি করে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের মেম্বার টিপু, বিশিষ্ট ব্যবসায়ী, আশরাফ, মনু,জুলহাস, গাজী, যুবসমাজের তুহিন লস্কর, আহাদ,বাদল,মনির,অসংখ্য মুসলমান উপস্থিত ছিলেন।