ArabicBengaliEnglishHindi

মাগুরাতে পাভেল হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনকে যাবজ্জীবন


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৬:৩৭ অপরাহ্ন / ৮৩
মাগুরাতে পাভেল হত্যা মামলায় ১ জনের ফাঁসি ৬ জনকে যাবজ্জীবন

এম,এ, কুদ্দুস,মাগুরা জেলা প্রতিনিধি ->>

৩১ শে আগস্ট রোজ বুধবার ২০২২ ইং মাগুরাতে চাঞ্চল্যকার পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যর মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

এ রাই ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ফারজানা ইয়াসমিন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন মামলার প্রধান আসামী সেলিম আজাদ, যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন,রুমা পারভীন, আবীর হোসেন, সাইদুর রহমান, মোমেনা খাতুন, জাকির হোসেন মোহাম্মদ খালিদ।

রাষ্টপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১২ সালের ২৬ আগস্ট রাত ১০টার দিকে প্রধান আসামী সেলিম আজাদের নেতৃত্বে অন্যান্য আসামীরা পরিকল্পিত ভাবে নিহত মেহেদী হাসান পাভেলকে তার বাড়ি থেকে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন।

হত্যার পর পাভেলের লাশ সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে, রাত ৩ টার দিকে স্বজনদের খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা এসে নিহত পাভেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়।

এ বিষয়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ২৭ আগস্ট মহম্মদপুর থানায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১৪ নভেম্বর আদালত চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

আদালতের এ রায়ে নিহত পাভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু সন্তোষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, দীর্ঘ দিন পর হলেও এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

তবে আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রোকনুজ্জামান এ রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।