ArabicBengaliEnglishHindi

মাগুরায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন এমপি সাইফুজ্জামান শিখর


প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন / ৬৮
মাগুরায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন এমপি সাইফুজ্জামান শিখর

জিল্লুর রহমান সাগর(মাগুরা জেলা প্রতিনিধি) ->>

আজ বৃহস্পতিবার ২৬ মে সকাল ১০ টার সময় পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী পাড়ায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম। ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ জেলা আওয়ামী লীগ জেলা শাখা আফম আব্দুল ফাত্তাহ, প্রশাসক জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন) কামরুল লায়লা জলি, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর মাগুরা ও প্রকল্প পরিচালক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল মাগুরা মো. জাহিদুল ইসলাম, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর মাগুরা মো. আশাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।