স্পোর্টস ডেস্ক ->>
বৃষ্টির কারণে এবার পরিত্যক্ত ঘোষণা করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচটিও। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে একটি বলও মাঠে গড়ায়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
বিপিএলের অষ্টম আসরের এটি ২০তম ম্যাচ ছিল। এখন উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, মিনিস্টার ঢাকা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
এর আগে বিকেলে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচটিও বাতিল করা হয়। বরিশাল ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর সবার তলানিতে সিলেট। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩।
আপনার মতামত লিখুন :