মাতৃভাষা দিবস জাতীয় স্মৃতি সৌধে হামলা, আহত ৫, আটক ২০
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ১১:১৭ অপরাহ্ন /
৭৭
সাভারে অবস্থিত দেশের মুক্তিযুদ্ধের অন্যতম নিদর্শন জাতীয় স্মৃতিসৌধের প্রধান গেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪.৫০ মিনিটের দিকে বিপুলসংখ্যক অজ্ঞাত দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে অবৈধভাবে জোর করে অনুপ্রবেশের চেষ্টা করলে, কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বাঁধাদেয়ার চেষ্টা করলে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টাকারিরা ভিআইপি গেটে হামলা চালায় ও ভাঙচুর করে।
এ সময় হামলা কারিদের পাটকেলের আঘাতে স্মৃতিসৌধে কর্মরত নিরাপত্তা কর্মীদের চারজনসহ জহিরুল নামের এক আনসার সদস্য মাথায় আঘাত সহ বিভিন্নভাবে আহত হয়।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানান ‘বিকাল আনুমানিক ৪.৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর শুরু করে। তারা অবৈধভাবে ভিতরে ঢোকার চেষ্টা করে, এতে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বাঁধাদেয়ার চেষ্টা করলে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টাকারিরা ভিআইপি গেটে হামলা চালায় ও ভাঙচুর করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ ঘটনায় হামলাকারীদের ২০ জনকে আটক করা হয়, তারপরও সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :