ArabicBengaliEnglishHindi

মাদারীপুরের রাজৈর থেকে ইয়াবা ও নগদ টাকা সহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৮:১৮ অপরাহ্ন / ৩৫৩
মাদারীপুরের রাজৈর থেকে ইয়াবা ও নগদ টাকা সহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

মাদারীপুর জেলা প্রতিনিধি ->>

মাদারীপুর জেলা রাজৈর উপজেলার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার (১৪ জুন) বেলা ৩- ৪৫ মিনিটের সময় রাজৈর থানা এলাকার শাখারপাড়, রাঙ্গা মোল্লা এর মুদি দোকানের সামনে থেকে মোঃ চান মিয়া (২৬) কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট,এবং নগদ ১১২০০টাকাসহ গ্রেফতার করে।

আটককৃত মোঃ চান মিয়া , মাদারীপুর জেলার রাজৈর উপজেলার,হাসানকান্দি গ্রামের, পিতাঃমৃত হাবিব শেখের ছেলে।

এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান জেলা গোয়েন্দা পুলিশের এমন আবিযান সবক্ষনিক চলমান থাকবে, মাদক নয় দেশের সকল প্রকার অনৈতিক কাজ যেমন,জুয়া, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে থাকবে সব সময়।

এ বিষয়ে রাজৈর থানায় মাদক আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।