মানুষ বড়ই অদ্ভুত
– মোঃ ইসমাঈল
কে শুনে ভাই এই পৃথিবীতে কার আর্তনাদ
যদিও মানুষ থাকবে বেঁচে তবে পেটে থাকবেনা ভাত।
মানুষ হয়ে যাইতেছে দিন দিন নির্মম
সুযোগ পেলেই একে অপরকে করে দেয় জখম।
ক্ষনে ক্ষনে কেটে যায় দিন
মানুষ হয়ে যাইতেছে অনেক কঠিন।
কারো বিপদে কেউ আসেনা এগিয়ে
সবাই সবাই কে চলে উপেক্ষা করে।
যদি কেউ না খেয়ে পরে থাকে দিনের পর দিন
কেউ খাবার নিয়ে এগিয়ে আসবেনা কোনোদিন।
মানুষের নেই এখন আগের মতো সুন্দর সেই মন
দিন দিন মানুষ হচ্ছে কঠোর থেকে কঠোর ভীষণ।
এই অনিয়ম চলবে আর কতদিন ভবে
চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে সবে।
তবে আশা রাখি আমরা পাল্টে যাবে এ কুদিন
ফিরে পাবো আবার আমরা সোনালী সেই দিন।
আপনার মতামত লিখুন :