ArabicBengaliEnglishHindi

মালদ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২২, ৭:২০ অপরাহ্ন / ৭১
মালদ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ->>
স্টেট ট্রেডিং অর্গানাইজেশন (এসটিও) মালদ্বীপে বিক্রি হওয়া জ্বালানির দামে সামান্য হ্রাস কার্যকর করেছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বুধবার রাত থেকে মালদ্বীপের বাজারে কমেছে জ্বালানি তেলের মূল্য।

স্টেট ট্রেডিং অর্গানাইজেশন (এসটিও) বুধবার সন্ধ্যায় একটি বিবৃতিতে তার সহযোগী জ্বালানি সরবরাহ মালদ্বীপ (FSM) এর মাধ্যমে বিক্রি হওয়া পেট্রোল এবং ডিজেলের দামের পরিবর্তনের ঘোষণা করেছে।

আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার ঘোষিত নতুন দাম কার্যকর হয়েছে।নতুুুন দাম হিসেবে প্রতি লিটার পেট্রোল এখন ১৫.৯৭ রুপিয়া, নির্ধারণ করা হয়েছে যা আগে ছিলো ১৬.৫৫ রুুুপি, এবং প্রতি লিটার ডিজেল এর দাম কমে দাঁড়িয়েছে ১৬.৩২ পূর্বের দাম ছিলো ১৬.৭৭।

মালদ্বীপে (এসটিও) সর্বশেষ জুন মাসে জ্বালানির দামে পরিবর্তন করেছিল।

উল্লেখ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দাম এখন কমতে শুরু করেছে।